নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর দক্ষিণ থানা শিবিরের উদ্যোগে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা সদরের ০৬ নং ভোমরা ইউনিয়নের গয়েশপুরে ৭টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ৬ নং ভোমরা ইউনিয়ন আমীর আনোয়ার কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর দক্ষিণ থানা সভাপতি সাইদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, হাফেজ ওমর ফারুক, আজমীর হোসেন প্রমুখ।