শেখ সিদ্দিকুর রহমান: ২৫ ডিসেম্বর বুধবার শিক্ষা সহায়ক সংস্থা স্টাটিকস’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশান সেন্টারের পদ্মা হলে সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু এবং যুগ্ম সম্পাদক মাস্টার শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রথমে কোরআন তেলাওয়াত, সভাপতির স্বাগত বক্তব্য, সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্য ও গত অনুষ্ঠানের কার্যবিবরণী এবং অর্থ সম্পাদক অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি বিগত অনুষ্ঠানের আয় – ব্যয়ের খতিয়ান তুলে ধরেন। এরপর সভাপতি স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সভাপতি জানান ২০০০ সালে স্টাফ’র কার্যক্রম যেভাবে চালু হয়েছিল তা এখন থেকে সেভাবে চালু হবে। স্টাফ’র নতুন কমিটি নির্বাচনের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক হলেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, আব্দুল কাদের, সালাউদ্দীন আহমেদ, নুরুল হক, ফারহা দীবা খান সাথী ও কামরুজ্জামান রাসেল। এই সার্চ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি তৈরি করে সাধারণ সভায় উপস্থাপন করবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, ফারহা দীবা খান সাথী, তাজুল ইসলাম রিপন, আব্দুল কাদের, নুরুল হক, ডা.অপূর্ব মজুমদার, কামরুজ্জামান, আবুল কাশেম প্রমুখ।