সকাল ডেস্ক : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীসহ বিদেশী মদ আটক করেছে বিজিবি। ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৪৪৫ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীসহ ০১ বোতল বিদেশী মদ, ০৩টি মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেল আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন ঝাউডাঙ্গা এলাকা দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ সাইফুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মোটরসাইকেলযোগে পালানো চেষ্টাকালে টহলদল মোঃ মেহেদী হাসান (৩২) পিতা- আঃ সাত্তার শেখ, গ্রাম-গোবিন্দকাঠি, পোস্ট-ঝাউডাঙ্গা, থানা ও জেলা-সাতক্ষীরা, আশিশ ঘোষ (৩০) পিতা-মৃত বাবুলাল ঘোষ, গ্রাম-ওয়ারিয়া, পোস্ট-ঝাউডাঙ্গা, থানা ও জেলা-সাতক্ষীরা ও মোঃ ইদ্রিস হাসান রাজ (২০), পিতা-জিয়া মোল্লা, গ্রাম-জাবুশা, পোষ্ট-কাজদিয়া, থানা-রুপসা, জেলা-খুলনা’কে ০১ বোতল বিদেশী মদ, ০৩ টি মোবাইল ও ০১টি মোটরসাইকেলসহ আটক করে। আটককৃত বিদেশী মদ, মোবাইল সেট ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য (বিদেশী মদ ০১ বোতল -১৫০০/-, মোবাইল ফোন ০৩টি-৮০,০০০/- এবং মোটরসাইকেল ০১ টি-১,০০,০০০/- টাকা) = ১,৮১,৫০০/- (এক লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা।
এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক)/৪১ ধারা মোতাবেক সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রকিয়াধীন। দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।