নিজস্ব প্রতিনিধি : উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামনগর শাখা সংসদের প্রথম শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উদীচী শ্যামনগর। আহবায়ক কমিটির আহবায়ক অ্যাড. ডি.এম আজিবর রহমান’র সভাপতিত্বে শুক্রবার শাখা সম্মেলনের দিনব্যাপী এ সম্মেলনে সভা সঞ্চলনা করেন মো. লিয়াকত আলি। উদীচী শ্যামনগর শাখা সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না।
উপস্থিত উদীচীর সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে একুশ সদস্য বিশিষ্টি উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামনগর শাখা সংসদের কমিটি গঠিত হয়। সভাপতি ডি.এম আজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলি, সহ সভাপদি রেহানা রহমান, এস ডি লোকমান রনি, ফারুক বয়াতি, আব্দুল জলিল। সহ সাধারণ সম্পাদক হকমান গাজী, সাংগঠনিক সম্পাদক জি.এম মোহাম্মদ আলি, অর্থ সম্পাদক আকবর আলি, সাংস্কৃতিক সম্পাদক কবি সুপদ কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক নজিবর রহমান।
নির্বাহী সদস্যরা হলেন তাহমিনা খাতুন, মোনালিসা নাহিনুল, ডি.এম রহমাতুল্লাহ আকাশ, মো. বারেক গাজী, নুর আলি মাঝি, ওয়াজেদ আলি, আবু মুছা, শেখ জহিরুদ্দীন ও শেখ আব্দুল মজিদ। একজনকে কো-অপ্ট সদস্য রাখা হয়। উপদেষ্টা নির্বাচিত হন আব্দুস সালাম। জাতীয় পরিষদ সদস্য মো. লিয়াকত আলি।