কুলিয়া প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় ৯নং ওয়ার্ড শশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহম্মদ সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।
তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের বিএনপি তে কোন স্থান নেই। আগামীতে দলের পরীক্ষিত ত্যাগী নেতাদের মূল্যায়নের সহিত স্থান দেওয়া হবে। বিশেষ অতিথি ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু ও কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক এ্যাড: মাহমুদুল আলম শাহীন। প্রধান বক্তা ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ।
আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম, সাতক্ষীরা জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, এডিশন্যাল পি.পি রফিকুল ইসলাম, সিনিয়র আইনজীবী এ্যাড. শফিকউদ্দীন, ৭নং ওয়ার্ডের সভাপতি নুর নবী সভাপতি ও সাধারন সম্পাদক ইদ্রিস খান, ৮নং ওয়ার্ডের সভাপতি বাবুল আহমেদ ও সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।