অহিদুজ্জামান খান : সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট এ এসেট প্রকল্পের আওতায় তিন দিন মেয়াদী (আর পি এল) প্রশিক্ষণের মূল্যায়ন অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশের ও আন্তর্জাতিক শ্রম বাজারে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা।
এই মূল্যায়নে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি তারেকুজ্জামান খান, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মমিনুর রহমান ও এডুকেশন কোঅর্ডিনেটর মোঃ রেজোয়ান হাসান খান চৌধুরী এবং নবজীবন এর প্রজেক্ট ডিরেক্টর খান ফাহিম আল ফুয়াদ। তারা সবাই ঐক্যমত্য প্রকাশ করেন যে, এটা একটি যুগপোযোগী শিক্ষা ব্যবস্থা যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।