শাহ জাহান আলী মিটন : বিশ্বব্যাপী লবণে আইয়োডিনিকরন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিক এর আয়োজনে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিকের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ খান।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিকের পরিচালক (অর্থ) কামাল উদ্দিন বিশ্বাস, বিসিকের খুলনা আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস)আমিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, কৃষি অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।