কুলিয়া প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি আলিপুর ইউনিয়ন শাখার ডাক্তারদের নিয়ে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
এস.এম.সি ফার্মার আয়োজনে আলিপুর ইউনিয়ন শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বেও সাধারণ সম্পাদক ডাঃ অহিদুজ্জামান এর সঞ্চালনায় সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠানে ঔষধের উপর দিগনির্দেশনা বক্তব্যে রাখেন, এস.এম. সির সেলস্ ম্যানেজার মো: হাবিবুর রহমান মাসুদ ও এরিয়া ম্যানেজার মো: আরাফাত রহমান।
অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক বক্তব্য রাখেন, সদর উপজেলা শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আকতারুল ইসলাম ও আলিপুর ইউনিয়ন শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন শাখা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সহ-সভাপতি গ্রাম ডাঃ মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ বিকাশ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ বিপিন বিহারী, প্রচার সম্পাদক গ্রাম ডাঃ গোপাল বিশ্বাস ও স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক গ্রাম ডাঃ আঃ মাজেদ প্রমুখ।