সকাল ডেস্ক : নবজীবন ইনস্টিটিউটে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এঞ্জেল প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবজীবন ইনস্টিটিউটের এডুকেশন কো-অর্ডিনেটর মো. রেজোয়ান হাসান খান চৌধুরী, অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল বাকী, কম্বোডিয়া থেকে আগত শিক্ষক থান আইভি ও পিচারা।
এছাড়াও বক্তব্য রাখেন, নবজীবনের মানবসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম ও নবজীবন ডায়াগনিস্টিক সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাশিদ হাসান খান। এসময় বক্তারা সকল ছাত্র-ছাত্রীদের সাফল্যর প্রশংসা করেন ও পরবর্তী বছরের আরো মনোযোগ দিয়ে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি ও পড়াশোনা করার আহবান জানান।