আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিকদল সভাপতি এমদাদুল হক মনু, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, অভিভাবক গোলাম রব্বানী প্রমুখ। চলতি বছরে কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলে দ্বিতীয় শ্রেণীতে ৩২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায় ৫০জন শিক্ষার্থী অংশ নিলে তৃতীয় শ্রেণীতে ৪২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তৃতীয় শ্রেণীর পরীক্ষায় ৫৭জন শিক্ষার্থী অংশ নিলে চতুর্থ শ্রেণীতে ৪৮জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
চতুর্থ শ্রেণীর পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশ নিলে পঞ্চম শ্রেণীতে ৪০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এছাড়া পঞ্চম শ্রেণীতে ৩৯ জন শিক্ষার্থী অংশ নিলে সকলেই উত্তীর্ণ হয় এবং বিদায়ী শিক্ষার্থী হিসেবে পুরস্কার গ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। একই সাথে পঞ্চম শ্রেণীর স্নেহা মুখার্জিকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও প্রিয়াঙ্কা মুখার্জীকে শ্রেষ্ঠ অভিভাবক (মা) হিসেবে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক নিতাই কর্মকার।