তাপস সরকার, তালা ব্যুরো : তালা শহীদ কামেল মডেল হাইস্কুল ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম।
বিদ্যালায়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাঈফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। শিক্ষক নাসির উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুসলিমা খাতুন।