শহর প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় বিদ্যালয় খেলার মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান এর সভাপতিত্বে উক্ত বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের আচার ব্যবহার, গুনাবলীসহ বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) চলতি দায়িত্ব ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, বাবুল স্বর্ণকার, উযায়ের হোসেন, খোরশেদ আলম, সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১ম, ২য়, এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক।