দেবহাটা ব্যুরো : দেবহাটার পারুলিয়ায় হত- দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সার্বিক সহযোগিতার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ২৫০ জন অসহায় গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার দুপুরে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে কম্বল বিতরণ অনুষ্ঠানে পারুলিয়া পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার শেখ সাইফ আহমেদ, দেবহাটা উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি সদস্য, আব্দুর রকিব, গোলাম ফারুক, নবাব আলী, নজরুল ইসলাম, অসীম কুমার ঘোষ, ইউপি সদস্যা নূর বানু কাদেরী, হাসিনা খাতুন, ফারহানা পারভীন প্রমুখ।