আতাউর রহমান রানা, শহর প্রতিনিধি : শহরে রসুলপুর গ্রামে সার্কিট হাউজ মোড়ে মৎস্য অফিসের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মা মটরস ৮ দলীয় গাদন খেলার প্রতিযোগিতা। বুধবার (১জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় গাদন খেলা শুরু হয়। একসময় এই খেলা ছিলো গ্রামীণ জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম।
কিন্তু কালের আবর্তে খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে রসুলপুর জুনিয়ারদের আয়োজনে এই গাদন খেলার আয়োজন করা হয়। আর এ খেলা দেখতে শহরের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সব বয়সের অসংখ্য দর্শক। মা মটরস ৮দলীয় গাদন খেলায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান খাঁন ছট্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, মোঃ নাছির উদ্দীন খান, খলিল সরদার মোঃ সাঈদ সরদার, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক ও মা মটরস এর স্বত্বাধিকারী জিল্লুর রহমান। রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলার আয়োজন কমিটিতে ছিলেন মোঃ শফি, মোঃ লতিফ, মোঃ আনিছুর রহমান, মোঃ আলম, মোঃ নাজমুল, মোঃ হাফিজুল, মোঃ শিমুল, মোঃ মোকলেছুর রহমান, মোঃ সাঈদ, বাবু প্রমূখ।