শহর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের নতুন বই তুলে দেন সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের।
এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ, সুলতানা পারভীন, ফাতেমা তুজ জোহরা, ক্রীড়া শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, মনীষা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শিক্ষার্থীদের নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “এই বইগুলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”বই বিতরণ কার্যক্রমের পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ছিলো স্পষ্ট।