ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। (বৃহস্পতিবার ২ জানুয়ারি) বিকাল সাড়ে ০৩টায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ১ থেকে ১৬ জানুয়ারি তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা, স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, সুশিলন এর পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রত্যায় গ্রুপ এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ছাত্র সমন্বয় আমির হামজা, রাকিবুজ্জামান রাকিব, মারুফ হোসেন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, প্রভাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ এবাদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমূখসহ উপজেলার ছাত্র সমন্বয়বৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ জানুয়ারি থেকে ইউনিয়ন পর্যায়ে এবং ১১ জানুয়ারি থেকে উপজেলা পর্যায়ে এ তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব বাস্তবায়নে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।