এমএ মাজেদ : সদর উপজেলা ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসা মাঠে ৩ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী লীগ পদ্ধতিতে ভালুকা চাঁদপুর উত্তর পাড়া প্রিমিয়ার লিগের ৯ম আসরের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জুনিয়র সুপার স্টার ক্রিকেট একাদশ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয় ব্লু উইং ক্রিকেট একাদশ। খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের বদৌলতে জুনিয়র সুপার স্টার ২৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেহরাব হোসেন জিসান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হামিদুর রহমান ফয়েজ।
ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক রোকনুজ্জামান লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র মাদ্রাসার সুপার আলহাজ্ব মাও. মোহাম্মদ মহসিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভি হাসপাতালের চিকিৎসক ডাঃ মো. জাহিদুল ইসলাম, ইতালি প্রবাসী মো. তুহিনুর রহমান, ভালুকা চাঁদপুর উত্তর পাড়া আইপিএম সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল হাকিম, ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম মান্নান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ও সাংবাদিক এমএ মাজেদ।