অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : প্রকৃতির নিয়মেই শীত আসে, আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় দু:স্থ মানুষদের হাড় কাঁপানো কষ্ট। প্রতি বছর গরীব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত।
তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় খুব কম স্বামর্থ্যবানদের। তাই অসহায় শীতার্ত মানুষের হাসি ফোটাতে, গত শুক্রবার রাত ৮ টার দিকে দেবহাটার শিবনগর, চরশ্রীপুর ও রুপসী ম্যানগ্রোভ এলাকার ছিন্নমূল, অসহায় ৪০ জন মানুষের মাঝে দেবহাটার নির্বাহী অফিসার আসাদুজ্জামান নিজে হাতে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন। তিনি বলেন, ছিন্নমূল, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কাজ অব্যহৃত থাকবে।