শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্যামনগরের মুন্সিগঞ্জে সুন্দরবন ভ্রমণে পর্যটক শিল্পে ঢল : পর্যটকদের দুর্ভোগ ও বিড়ম্বনা

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৪, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ

একে সুরুজ মুন্সিগঞ্জ প্রতিনিধি : “সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন” এই স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা সাতক্ষীরার সুন্দরবন ভিত্তিক পর্যটন শিল্প ক্ষতির মুখে পড়েছে শুধুমাত্র সড়কের বেহাল দোশার কারণে! সুন্দরবন পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল যা আমাদের বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।

বাংলাদেশের দক্ষিণের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই তিনটি জেলাতেই মূলত সুন্দরবন এর অবস্থান এবং এই তিনটি জেলার মধ্যে শুধুমাত্র সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ থেকে সড়কপথে সুন্দরবন দেখা যায়। সেই অনুযায়ী সাতক্ষীরা জেলার জেলা ব্র্যান্ডিং এর প্রধান উপপাদ্য ছিল “সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথের সুন্দরবন”।

কিন্তু অতি সম্প্রতি সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের যে সড়কটি আছে তার বেহাল দশার কারণে পর্যটকরা এই অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অন্যান্য বছরের তুলনায় পর্যটন মৌসুমে এবছর সাতক্ষীরা অঞ্চল দিয়ে সুন্দরবনের পর্যটকের সংখ্যা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। যার জন্য স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ীরা সহ অন্যান্য ব্যবসায়ীরা অন্যান্য বছরে তুলনায় এ বছর অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের কপালে পড়েছে চিন্তার ভাজ।

এ ব্যাপারে স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে তারা বলেন অন্যান্য বছর এই সময়ে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এবং বুড়িগোয়ালিনীর নীল ডুমুর পয়েন্টে প্রচুর পর্যটকের আনাগোনা থাকে কিন্তু এবছর পর্যটকের সংখ্যা খুবই কম। কারণ হিসেবে তারা প্রধানত সাতক্ষীরা টু শ্যামনগর হয়ে মুন্সীগঞ্জের প্রধান সড়কের বেহাল দশাকে দায়ী করছেন।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সুন্দরবন ট্যুরিস্ট নৌযান মালিক সমিতির সভাপতি কে এম আনিসুর রহমান বলেন অন্যান্য বছরে তুলনায় এ বছর এখনো পর্যন্ত পর্যটকের সমাগম অনেক কম। কারণ হিসেবে তিনি সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ প্রধান সড়কের বেহাল দশা, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা র কথা উল্লেখ করেন। অতি সম্প্রতি শ্যামনাগর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালিত আকাশলীনা ইকো ট্যুরিজম পার্কেও দর্শনার্থীদের সমাগম খুবই কম দেখা গেছে।

এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির দায়িত্ব রত কর্মকর্তা  মোঃ গুলশান (বি এম) আমাদেরকে জানান অন্যান্য বছরের ন্যায় এবারও সুন্দরবনের মধ্যে অবস্থিত কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার এবং দোবেকি এই দুটি স্পট দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও অন্যান্য বছরের তুলনায় এখনো পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা খুবই কম। দশানার্থীদের সংখ্যা কম থাকায় এই খাত থেকে সরকারের রাজস্ব কমে যাওয়ার আশঙ্কা করছে বন বিভাগের কর্মকর্তারা।

সড়কের বেহাল দশার কারণ হিসেবে সাতক্ষীরা রোডস এন্ড হাইওয়ে অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা এই বছরের অতি বৃষ্টিকে দায়ী করেছেন এবং আরও জানান সাতক্ষীরা থেকে কালিগঞ্জ, শ্যামনগর হয়ে ভেটখালী এই রাস্তাটি ফোর লেনে উন্নীত করা হবে এবং এর ঠিকাদার নির্ধারণ করে অলরেডি একনেকের বৈঠকে অর্থ ছাড় করা হয়েছে। খুব শীঘ্রই এই সড়কটির চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে।

উল্লেখ্য যে, যে কোন এলাকায় পর্যটন শিল্পের উন্নয়নের সাথে সাথে স্থানীয় পর্যটন ব্যবসার পাশাপাশি আরও ১৫ থেকে ২০ রকম ব্যবসার প্রসার ঘটে। এবছর পর্যটক আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এই এলাকার সকল ব্যবসায়ীরা ক্ষতির মধ্যে পড়বে। স্থানীয় ব্যবসায়ী, সমাজের জ্ঞানীগুণী ব্যক্তি, সমাজসেবক মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সকলেই এই সমস্যার আসু সমাধান কামনা করে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

উপককূলে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও

নির্বাচন কমিশন ইতোমধ্যেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে : বিএনপি নেতৃবৃন্দ

গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তালায় প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এমপি কে সংবর্ধনা, হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পাইকগাছায় শিবসার চরভরাটি জমি উদ্ধার অভিযান

ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে ফুলেল শুভেচ্ছা

কুল্যায় এলজিইডির ভগ্নাদশা সড়ক পরিদর্শন করলেন এসিল্যান্ড

বাঁকাল ইসলামপুরে সামাজিক নিরাপত্তা সেবার মেলা’২২ উদ্বোধন

ডি বি ইউনাইটেড হাইস্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়