শাহ জাহান আলী মিটন : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকালে আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে পরামর্শের ভিত্তিতে মো. আয়ুব হোসেন কে সভাপতি ও মো. মশিউর রহমান কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি গাজী সুজায়াত আলী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. আইয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপদেষ্টা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফ্ফার, উপদেষ্টা মাও আজাদুল ইসলাম।
এ সময় সভাপতি মো. আয়ুব হোসেন, সহ সভাপতি মাও: হাবিবুর রহমান, মাষ্টার আব্দুল হাকিম,মেম্বার ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মাওঃ মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওঃ ইয়াকুব আলী, সরদার লুৎফর রহমান, হ-সাধারণ সম্পাদিকা (মহিলা) মোছাঃ হাফিজা খাতুন , সাংগঠনিক সম্পাদক আবু হাসান, অর্থ সম্পাদক হাসানুজ্জামান, দফতর সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক আয়ুব হোসেন, সহ-প্রচার মনিরুন ইসলাম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক হা. আব্দুর রব, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রুহুল কুদ্দুসসহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।