দেবহাটা প্রতিনিধি: এনসিসি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শিক্ষা সফরের সমাপনী পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার রাতে সখিপুর লাইট হাউজ কমিউনিটি সেন্টারে এ সফরের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসিডব্লিউও’র সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান (অব.)।
বিশেষ অতিথি ছিলেন আমিরুল হুদা রোজেন, ভাষা সৈনিক লুৎফর রহমানের পুত্র সমাজসেবক আবু রাহান তিতু। ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান জানান, একঘেয়েমি ভাব কাটিয়ে তুলতে রোমাঞ্চকর ক্যাম্প হিসেবে এবার সুন্দরবনকে বেছে নেওয়া হয়েছিল। এনসিসি ওয়েলফেয়র অর্গানাইজেশনের শিক্ষা সফরে সুন্দরবন সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে।