মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় বারি-১৪ সরিষার বাম্পার ফলন

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৭, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ

সেলিম হায়দার : তালা উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ হলুদের বিস্তার সমারোহে চোখ জুড়িয়ে যাচ্ছে। ফলন ভাল হলেও এবছর হঠাৎ শৈতপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে কিছুটা হতাশ হয়েছেন কৃষকরা। বিগত বছরের মত এবছরও বারি -১৪ সরিষায় কৃষকের আগ্রহ বেশি। উপজেলা কৃষি কর্মকর্তাদের মতে শৈতপ্রবাহ ও ঘন কুয়াশায় ফলনে ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তালা উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, তালা সদর ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন মাঠজুড়ে সরিষা চাষ হয়েছে। উপজেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের মাধ্যমে তালা উপজেলায় বারি -১৪ সরিষা চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। তালা উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, তালা সদর ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন মাঠজুড়ে সরিষা চাষ চোখে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১০৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল। ইতিমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০৯০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করেছে কৃষকরা। কৃষকরা সরিষা চাষের জন্য বারি-১৪, বিনা-৯, ১১, টরি-৭ ও ১৫ সহ বিভিন্ন জাতের সরিষা চাষ করলেও এবছর বারি ১৪ জাতের সরিষা চাষের জন্য কৃষি অফিস ও বিভন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো কৃষকদের উৎসাহ দিয়েছে।

সরিষা চাষী খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আলমগীর হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক প্রদত্ত বারি-১৪ জাতের সরিষা আবাদ করেছেন। এ জাতের সরিষার ফলন ভালো হয়েছে। ভালো দানা পাবেন বলে তিনি আশা করেন।

তালা সদর ইউনিয়নের সরিষা চাষী শেফালী খাতুন বলেন, সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম। বিঘা প্রতি জমিতে এক কেজি সরিষার বীজ বপন করতে হয় সার বীজ কীটনাশকসহ সকল খরচ মিলে প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে বিঘায় চার থেকে পাঁচ মণ সরিষা পাওয়া য়ায়। তবে সরিষা চাষ করতে ভাল বীজ, সার, সেচ ও যত্ন করা জরুরী হয়।

উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ নয়ন হোসেন বলেন, আমরা এ বছর আরএমটিপি প্রকল্পের আওতায় ৩৫০ জন কৃষকের মাঝে বারি-১৪ জাতের সরিষার বীজ, জৈব সারসহ বিভিন্ন উপকরণ প্রদান করি।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, অত্র উপজেলায় এ বছর ১০৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কৃষকদের মাঝে সরকারিভাবে সরিষা বীজ প্রদানসহ তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।এ বছর কৃষকরা বারি-১৪ জাতের সরিষা চাষে লাভবান হবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সদর ও পৌর শাখার সম্মেলন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন

দেবহাটার কুলিয়ায় বাস দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলো ৫০যাত্রী

কালিগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গোলাম রেজা

নব জীবন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পুলিশের সহায়তায় ৩২১টি হারানো মোবাইল ও ২,৫৩,৩৭৩ টাকা ফিরে পেলো প্রকৃত মালিকরা

‘দীপ্ত আলাউদ্দীন’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন

শিশু মুনতাহার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিলেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন

নলতায় বিক্রয়কৃত জমি কৌশলে পুনরায় বিক্রি করার পায়তারা অভিযোগ