আসাদুজ্জামান শ্যামনগর (সদর) প্রতিনিধি : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। ৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় “স্লোগানকে প্রতিপাদ্য করে র্যালিতে স্কুল কলেজের ছাত্রছাত্রী এলাকার সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া উপজেলা পরিষদের হল রুমের সকাল দশটায় এক তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনি খাতুনের সভাপতিত্বে জনপ্রতিনিধি সাংবাদিক সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন এলাকা হাট-বাজার পরিচ্ছন্নতার সহ পিঠাপুলির উৎসব বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সিদ্ধান্ত হয়।
তারুণের উৎসব পালনের লক্ষ্যে এলাকায় ধর্মীয় ও কাওয়ালী গানের উৎসব এবং শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নৈতিকতা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন একাডেমিক সুপারভাইজার মিনার হাবিবুর রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব গাজী আলিম প্রমূখ।