কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।“এস দেশ বদলায় পৃথিবী বদলায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮জানুয়ারি) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের সভাপতিত্বে ও ইউপি সদস্য নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ মারুফ হাসান, ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালী,ইউপি সদস্য জি এম জবেদ আলী, ইউপি সদস্য ইউছুফ আলী, জামাল ফারুক, রুহুল কুদ্দুস গাজী, ফজলুর রহমান, আব্দুল গফফার, মহিলা সদস্যা মোছা: সাজিদা খাতুন, নাদিরা পারভীন, ইউপি সচিব রাজ বিহারী রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃষ্ণনগর কিষান মজদুর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, এনজিও প্রতিনিধি মিয়ারাজ হোসেন,বিশিষ্ট সমাজসেবক আলী বাক্স গাইন। কৃষ্ণনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ডাঃ ফারুক হোসেন,অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আইয়ুব হোসেন ও গীতাপাঠ করেন নির্মল মন্ডল প্রমুখ।
অত্র ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রসমন্বয়কদের তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সকলের পরামর্শ লিপিবদ্ধপূর্বক শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।