কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।“এস দেশ বদলায় পৃথিবী বদলায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮জানুয়ারি ২০২৫) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে (ইউপি) প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ্ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ আমির হামজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ মারুফ হাসান, আবু ঈছা, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এস এম মোতাহার হোসেন, জামাতের ইসলামীর নেতা মাস্টার সালাউদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য হাবিবুল্লাহ গাজী পুটু, মনিরুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাজী, আবু সাঈদ মোড়ল, পরজিত সরকার ও ইউপি সদস্যা রোকেয়া পারভীন, রোজিনা আক্তার, সেলিনা পারভিন, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইয়াসিন আলী প্রমুখ।
অত্র ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রসমন্বয়কদের তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সকলের পরামর্শ লিপিবদ্ধপূর্বক শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।