আলম হোসেন, কলারোয়া ব্যুরো : কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, চন্দনপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে-কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার বিকালে চন্দনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু রায়হান এর সভাপতিত্বে, চন্দনপুর যুবদলের সদস্য সচিব জি এম শফিউল আলম শফি’র সঞ্চালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূল বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক সোহাগ বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মিঠু সালাম জিয়ারুল তাজউদ্দীন সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।