শহর প্রতিনিধি : সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলায় চল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ জেলার ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি বিশিষ্ট ক্রীড়া সংগঠন তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। এসময় প্রীতি ফুটবল ম্যাচে লাল দল ও সাদা দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।