বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ইসি রুমে সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সর্বজনাব ফারুক মাহবুবুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, এস কে কামরুল হাসান, শেখ মাসুদ হোসেন, শাকিলা ইসলাম জুঁই, মোঃ আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু ও আমিরুজ্জামান বাবু প্রমুখ। সভায় সদস্যদের হালনাগাদ তথ্য সংগ্রহ, সিলেটে পিকনিক, সম্প্রতি প্রয়াত কয়েকজন সম্মানিত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় শোক প্রস্তাব গৃহিত হয়।
এছাড়া, সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সরদারকে সংবর্ধনা দেওয়া, সাংবাদিক কল্যাণ তহবিল গঠন সহ আরো কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি