এমএ মাজেদ : সদর উপজেলা ভালুকা চাঁদপুর বাজারে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সৌজন্যে ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে আন্তঃগ্রাম ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার আল. মাও. মুহাম্মাদ মহসিনুল ইসলাম।
টুর্নামেন্টে অংশ গ্রহণকারী যুগ্ম খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন উপভোগের জন্য গভীর রাত পর্যন্ত দর্শক ছিল অত্যন্ত মুখরিত। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ২-১ গেমে বিপ্লব ইমন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফরহাদ ফয়সাল জুটি। ক্রীড়া শৈলীতা প্রদর্শনে ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন ফরহাদ পারভেজ।
ফাইনাল খেলা সমাপ্তিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দৈনিক সাতক্ষীরা সকালের প্রতিনিধি এমএ মাজেদ ও দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি এস এম আমীরুল ইসলাম রাজীব। সমগ্র টুর্নামেন্টে স্কোরারের দায়িত্বে ছিলেন সাকিব চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন রাকিবুর রহমান।