পাটকেলঘাটা প্রতিনিধি : মাদককে না বলুন, শরীর চর্চায় এগিয়ে আসুন। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার আচিমতলা সাহিত্য ও ক্রীড়া উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ ব্যাডমিন্টন খেলা নিরবিচ্ছিন্ন ভাবে পরিচালিত হয়।
খেলাটির আয়োজক কমিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনার জন্য সুশৃঙ্খল ও দক্ষ লোকবল নিয়োগ করায় শান্তিপূর্ণভাবে শেষ নামে। ১৬ দল থেকে বাছাই করে রানার্সআপ হয় অভি পাটকেলঘাটা গ্রুপ ও চ্যাম্পিয়ন হয় দ্বীপ খলিষখালী গ্রুপ। চ্যাম্পিয়ন হিসেবে নগদ ২৮ শ টাকা ও রানার্সআপ দলকে ১৮শ টাকা করে উপহার প্রদান করা হয়।
প্রধান অথিতি হিসেবে খেলা শেষে পুরস্কার বিতরণের সময় ডেইলি বাংলাদেশ আপডেট এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ মুহাম্মদ তার বক্তব্য বলেন, আগামীতে তরুনদের মাদক থেকে দূরে রাখতে এমন খেলার আয়োজনে সার্বিক সহযোগীতা করা হবে। বর্তমান মোবাইল ডিভাইস থেকে যেন দূরে থাকে সেজন্য খেলাধূলার আয়োজনে সবসময় পাশে থাকা, রাজনৈতিক নেতা ও সমাজের সচেতন নাগরিকদের এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান।