নাজমুল হুদা, ঝাউডাঙ্গা প্রতিনিধি : সদর উপজেলার ঐতিহ্যবাহী আখড়াখোলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাপক উৎসাহ ও পুলিশি নিরাপত্তার মধ্যে সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। আখড়াখোলা বাজারের ব্যবসায়ীদের সমন্বয়ে ২৫০ ভোট তালিকা প্রণয়ন করা হয়।
এ সময় সকল ভোটাররা কঠোর নিরাপত্তার ভেতরে তাদের মূল্যবান ভোট প্রদান করেন। এসময় ভোট দিতে আসা ভোটারগন বলেন, দীর্ঘ ১৫ বছর পরে আখড়াখোলা বাজারে ভোটের মাধ্যমে বাজার ব্যবসায়ী সমিতি কার্যক্রম পরিচালিত হবে ও বাজার উন্নয়নে কাজ করবে। বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে ভোট গণনার শুরু হয়। সভাপতি প্রার্থী হিসাবে মোঃ সবুজ হোসেন প্রাইভেটকার গাড়ি নিয়ে সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে মোঃ ডালিম হোসেন চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে আসলামুল হক মোরগ প্রতিক, আহসানুল্লাহ দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে নির্বাচিত হন।