শহর প্রতিনিধি : পৌরসভার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকার আব্দুস ছাত্তারের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি শেখ নুরুল হক’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাতক্ষীরা সিটি কলেজের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আবু সাঈদ, অলক তরপদার, অবসরপ্রাপ্ত বিচারক আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনসারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আবু তালেব, অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুস ছাত্তার, সদস্য সোলাইমান, ডাঃ এফ এম ইকরামুল হক, এড. শরিফুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, প্রভাষক মো. নজরুল ইসলাম, অকিল বিশ্বাস, আলাউদ্দিন আল মারুফ, মল্লিক রেজাউল ইসলাম প্রমুখ।
সভা শেষে কমিটির পক্ষ থেকে সোনালী ব্যাংকের সদ্য অবসর প্রাপ্ত সিনিয়র অফিসার মো. আব্দুস ছাত্তার ও প্রথম শ্রেনীর ঠিকাদার ইকবাল জামাতদারকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজের একজন শিক্ষার্থী ও একজন ইজিবাইক হারানো ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।