আলম হোসেন, কলারোয়া ব্যুরো : রবিবার ১২ টায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T CC CUP T-20 ক্রিকেট টূর্ণামেন্টের ৩য় ম্যাচে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি -১০৮ রানে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা টিমের কোচ মোঃ আলতাফ হোসেন, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ আখলাকুর রহমান শেলী, সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মিঞা ফাউন্ডেশনের প্রতিনিধি মিয়া ফারুক হোসেন স্বপন, খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাষ্টের প্রতিনিধি খান সাফায়েতুল ইসলাম সোহাগ, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের প্রতিনিধি মেহেদী হাসান বাপ্পি ও বাবলু।
এই ম্যাচে মুখোমুখি হয় সুন্দরবন ক্রিকেট একাডেমি, সাতক্ষীরা বনাম বেনাপোল ক্রিকেট একাদশ। সকালে টসে জয়লাভ করে সুন্দরবন ক্রিকেট একাডেমি ব্যাটিং করতে নেমে ২৩০ রান সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে। দলের পক্ষে রমজান ৫৭ বলে ১৩৪, তপু ৪৭, রান করে সংগ্রহ করেন। বেনাপোল ক্রিকেট একাডেমির পক্ষে তাপস ও আল আমিন ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে ১২২ রান সংগ্রহ করে সব কয়টি উইকেট হারিয়ে।
ফলে ১২২ রানে সুন্দরবন ক্রিকেট একাডেমী জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। দলের পক্ষে সর্বোচ্চ শাওন ২৯, ফুয়াদ ১৮ রান সংগ্রহ করেন। সুন্দরবন ক্রিকেট একাডেমির পক্ষে ইনামুল ৩টি, শামিম ২, মুরাদ ২ টি করে উইকেট লাভ করেন। সোমবার সকালে মুখোমুখি হবে সাতক্ষীরা ক্রিকেট ক্রিকেট একাডেমি বনাম সালিফ-রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি। ম্যাচ টি পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাজু হাওলাদার। স্কোরারের দায়িত্ব পালন করেন সানবীম করিম সিয়াম। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, আঃ ওহাব মামুন।