পাটকেলঘাটা প্রতিনিধি : জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা এই শ্লোগান ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করতে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন পর্যায়ের মানুষদের মাঝে শনিবার সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলার পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় স্বাস্থ্য কমিটির সদস্য মো: মাছুদুজ্জামান। সাতক্ষীরা জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এমডি মামুন হাওলাদার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তালা উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের, আব্দুল্লাহ, রুবেল হোসেন, মাহফুজ, রিয়াজ হোসেন প্রমুখ। লিফলেট বিতরণের মাধ্যমে খুলনা বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় স্বাস্থ্য কমিটির সদস্য মো: মাছুদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকেই আমরা একটি প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি। এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্র্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল হবে। আমরা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।