অহিদুজ্জামান খান : নবজীবন পলিটেকনিকে বাইটস্ প্রজেক্টে প্রি-জব ওয়ারিয়েন্টিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির নিজস্ব হল রুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নবজীবন পলিটেকনিকের প্রিন্সিপাল মোমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাইবার মার্কেটপ্লেসের টপ রেটেড সেলার জুয়েল ওসমান।
এসময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এজুকেশন কো-অর্ডিনেটর মো: রেজোয়ান হাসান খান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মো: হাসিবুর রহমান, ডিজিটাল মার্কেটিং এর ট্রেইনার ফাহাদ হোসেন ও পলাশ মন্ডল, গ্রাফিক্স ডিজাইন এর ট্রেইনার জিয়াউর রহমান ও সাহিবা রুবায়েত বিভা। এসময় উপস্থিত ছিলেন, ডিজিটাল মার্কেটিং এর ৪র্থ ও ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীরা এবং গ্রাফিক্স ডিজাইনের ৩য় ব্যাচের প্রশিক্ষণার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে টপ রেটেড ফ্রিল্যান্সার জুয়েল ওসমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নানান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।