ফাহাদ হোসেন : শ্রেষ্ঠত্বে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অনন্য সাফল্য। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’২৫ বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা থেকে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ১ম স্থান অর্জন করেছে।
রোববার (১২ জানুয়ারি) সাতক্ষীরা পি.এন. স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে কারিগরি বিভাগে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ১ম স্থান ও নবজীবন পলিটেকনিক সাইন্সক্লাব বিশেষ গ্রুপে ১ম স্থান অধিকার করে। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এঁর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শোয়াইব আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।