সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় শীতে বাড়িতে বাড়িতে যেন গৃহিণীদের কুমড়াবড়ি দেওয়ার উৎসব

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ১৩, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

দেবহাটা ব্যুরো : দেবহাটাসহ জেলার বিভিন্ন এলাকায় শীতে বাড়িতে বাড়িতে যেন গৃহিণীদের কুমড়া বড়ি দেওয়ার উৎসব হয়ে উঠেছে। পাকা কুমড়া সাধারনত শীতের শুরুতেই পাওয়া যায়, এই কুমড়ার সাথে কলাইয়ের ডাল পিসে কাপড় অথবা বিশেষ নেটে ছোট ছোট বড়ি করে রোদে শুকালেই খাওয়ার উপযোগী হয়ে ওঠে। এটাই তরকারীর মধ্যে দিয়ে রান্না করলে তা হয়ে ওঠে অত্যন্ত সুস্বাদু। শীত মৌসুমের দেওয়া বড়ি সংরক্ষণ করে রাখলে সারাবছর খাওয়া যায়।

ফলে শীতের শুরু থেকেই দেবহাটায় বাড়ি বাড়ি গৃহিণীরা এ কুমড়ার বড়ি দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কুলিয়ার এক গৃহিণী জানান, শীত আসলেই গ্রামাঞ্চলের পরিবারগুলোতে এ কুমড়ার বড়ি দেয়া শুরু করে। এ বড়ি ঘরে রেখে সারা বছর তরকারিতে দিয়ে তরকারি সুস্বাদু করে খাওয়া হয়। এর আগে বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলের প্রায় বাড়িতে লাগানো হয় কুমড়া গাছ।

এ গাছগুলো লতিয়ে গেলে উঠিয়ে দেয়া হয় বসবাসের ঘর, গোয়ালঘর ও রান্নাঘরের চালে এবং কোন কোন ক্ষেত্রে মাচং করে এ গাছের লতাগুলো উঠিয়ে দেয়া হয়। কোন প্রকার সার ছাড়াই এখানে আপন গতিতে লতিয়ে বেড়ে উঠে এক সময় কুমড়ার ফুল ও ফল আসতে শুরু করে। প্রথম পর্যায়ে কাঁচা বা জালি কুমড়া তরকারী অথবা ভাজি করে খাওয়া হয়। বাকিগুলো রেখে দেয়া হয় বড়ি দেওয়ার জন্য।

কুমড়াগুলো ধীরে ধীরে বড় হয়ে ছাদে অথবা চাল বা মাচংয়ে ঝুলতে থাকে।এক পর্যায়ে কুমড়া পরিপুষ্ট হয়, তখন গৃহিণীরা কুমড়াগুলো ঘরে রেখে সংরক্ষণ করে শীতের জন্য অপেক্ষা করেন। এরপর শীতের শুরুতে নতুন কলাইয়ের ডাল ক্ষেত থেকে উঠলে অথবা বাজারে আসলে এ কলাইয়ের ডাল এনে পানিতে ভিজিয়ে রাখতে হয়। পরে এ ডাল পানিতে ভিজে রসালো হয়ে উঠলে পরে উপরের কালো ছাল তুলে ফেলা হয়। এরপর কুমড়া কেটে ছোট ছোট টুকরা বড়ির সাথে মিশিয়ে মেশিনে অথবা ঢেঁকিতে একসাথে পিসে মন্ডাকার করা হয়।

এরপর বাড়িতে এনে পাত্রে ফেলে হাত দিয়ে উত্তমরুপে মাখানো হয়। এক পর্যায়ে আঠালো হয়ে উঠলে নতুন কোন নেট, টিন, চালুনী, পরিষ্কার কাপড়ে ছোট ছোট বড়ি আকারে দিয়ে রোদে শুকাতে হয়। এরপর এটা হয় তরকারীতে দেয়ার উপযোগী। দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মারুফা খাতুন জানান, শীত মৌসুমে কুমড়ার বড়ি দেয়াটা সকল পরিবারের মহিলারা একটা উৎসব বলে মনে করে। কেননা প্রতিটি পরিবারেই কুমড়ার বড়ি দিয়ে থাকে।

তিনি আরো জানান, বহুদিন যাবৎ থেকেই এটার চালু রয়েছে। তবে পূর্বের চেয়ে এখন এটা দেওয়ার জন্য কষ্ট কমে গেছে। কেননা পূর্বে এ ডাল পিষা হতো ঢেঁকিতে কিন্ত বর্তমানে আধুনিক যন্ত্রপাতি সাহায্য এটা মাড়াই করা হচ্ছে। ফলে শীতের রাতে রাত জেগে ঢেঁকিতে আর পাড় দিতে হবে না। তাছাড়াও গ্রামে এখন সচরাচর ঢেঁকিও পাওয়া যায় না।

উপজেলার জগন্নাথপুর গ্রামের গৃহিণী তানজিলা বেগম জানান, এ বছর তিনি প্রতিকেজি ১৭০-১৮০ টাকা দরে কলাইয়ের ডাল ও ৩০ টাকা প্রতিকেজি দরে ৩ টি কুমড়া কিনে বড়ি দিয়েছেন। অর্ধেকটা পরিবারের জন্য রেখে বাকিটা ঢাকা শহরে বসবাসরত এক আত্বীয়ের বাসায় পাঠাবেন।

তিনি আরো জানান, বড়ি ভালোমত শুকিয়ে সংরক্ষণ করলে সারাবছর খাওয়া যায়। মাছ না থাকলেও তরকারী বড়ি দিয়ে রান্না করলে অত্যন্ত লোভনীয় স্বাদ হয়।মাহমুদা বেগম সখিপুর গ্রামের এক গৃহিণী জানান, কুমড়া বড়ি গৃহিণীদের জন্য শীতকালীন একটা যেন একটা রুটিন মাফিক কাজ। এ বড়ি নিয়ে গ্রাম্য সমাজে রয়েছে নানা কুসংস্কার। কেউ বড়ি দিলে ওইদিন যদি কুয়াশায় সূর্যের দেখা না মেলে তাহলে অনেকে বলে থাকেন বড়ি দেয়া গৃহিনীর কারনে সূর্য়ের দেখা মিলছেনা। যদিও এ কথার সাথে বাস্তবতার কোন মিল নেই।

দেবহাটার সখিপুর বাজারের মুদি দোকানদার এলাহি বক্স জানান, তিনি দোকানে সব জিনিসের সাথে সব ধরনের ডালও বিক্রি করেন। তবে শীত শুরু হলে বড়ি দেয়া কলাইয়ের ডাল খুব বিক্রি হয়। অন্য বছরের তুলনায় এ বছর কলাইয়ের ডালের ব্যাপক চাহিদা। প্রতিকেজি ডাল এখন ১৭০-১৮০ টাকায় বিক্রি করছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় পল্লী চিকিৎসকদের মাঝে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি’র সদস্য সনদ প্রদান

সাতক্ষীরায় ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত

সাতক্ষীরা পৌরসভায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

তালায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

সাতক্ষীরায় আন্তর্জাতিক নৃত্যদিবস উদযাপন

কালিগঞ্জে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের জনসভা সফল করতে আনন্দ মিছিল ও পথসভা

জয়নগর মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত! এমপির হস্তক্ষেপ কামনা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাতক্ষীরা বিএনপি নেতৃবৃন্দদের ভার্চুয়াল মিটিং

ইটাগাছায় পানির তীব্র সংকট: কাউন্সিলর কালুর নিজ উদ্যোগে পানি সরবরাহ

নলতা হাইস্কুলে ড. হোসনে আরা বানু বৃত্তির ২য় কিস্তির ৬০ হাজার টাকা প্রদান