নিজস্ব প্রতিনিধি : ১৩ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসিএ কমিটির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শেখ মইনুল ইসলাম মঈন, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, জেলা কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান, উত্তরণের আইন কর্মকর্তা অ্যাড মো. মুনিরুদ্দিন, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন ও সিএনআরএস’র শোওয়ান কুমার চৌরান।
সভায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সুন্দরবন থেকে ১০ কিলোমিটার দূরে সাইনবোর্ড স্থাপন, স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও পরিবেশ জন্য সাংঘর্ষিক পেশা পরিবর্তনের করণীয় পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী সভায় উপস্থাপন করা হবে। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।