অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৫টায় নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে থেকে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাকির হোসেন, হাসান শরাফী,বিএনপি নেতা শহিদুল ইসলাম, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু আবুল হোসেন বকুল, আ:বারী, আ: সাত্তার, রফিকুল ইসলাম মন্টু, গোলাম রসুল খোকন, রুহুল কুদ্দুছ খোকন, মুশফিকুর রহমান, রাজিব হোসেন রাজু প্রমুখ। তাছাড়া উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী সহ ৭ সদস্য আহবায়ক টিম লিডারদের নিয়ে উপজেলার ৫টি ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে ঘোষণা করা হয়।
দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা হলেন যথাক্রমে-১নং কুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ন আহবায়ক ৭ জন সহ ৩১ সদস্য। ২নং পারুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আ: বারী,সদস্য সচিব হাসান শরাফী,যুগ্ন আহবায়ক ৭জন সহ ৩১ সদস্য। ৩নং সখিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, সদস্য সচিব আবুল হোসেন বকুল, যুগ্ন আহবায়ক ৭ জন সহ ৩১ সদস্য। ৪নং নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ন আহবায়ক ৭জন সহ ৩১ সদস্য ও ৫নং দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক আ: সাত্তার, সদস্য সচিব রফিকুল ইসলাম মন্টু, যুগ্ন আহবায়ক ৭ জন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। জেলা আহবায়ক কমিটির নির্দেশ মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি গঠন করে উপজেলা নেতৃবৃন্দের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।