ইয়াছিন আরাফাত, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় স্থানীয় কৃষকদের সংগঠিত করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটার বেউলা গাড়ীর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষকদল নেতা রবিউল ইসলাম তোতা’র সঞ্চালনায় উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিঃ কেন্দ্রীয় কৃষকদলের সহ-যোগযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদল সদস্য রমিজউদ্দীন রুমি, সাতক্ষীরা জেলা কৃষকদল আহবায়ক সালাউদ্দিন লিটন, উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের, আশাশুনি সদর কৃষকদল আহবায়ক ফিরোজ হোসেন, সদস্য সচিব তারিকুল আওয়াজ পিন্টু, বুধহাটা ইউনিয়ন যুবদল আহবায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব এস এম হাবিবুল্লাহ বাশার, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, কাঁদাকাটি ইউনিয়ন কৃষকদল আহবায়ক আব্দুল হান্নান, কুল্যা ইউনিয়ন কৃষকদল আহবায়ক মোমিন হোসেন, কৃষকদল নেতা ফারুক হোসেন ময়না প্রমুখ। এসময় বক্তারা বলেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কৃষকদের ন্যায় অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কৃষকদের সাথে ও পাশে থাকলে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।