শাহ জাহান আলী মিটন : বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ই জানুয়ারী) বিকালে বল্লী হাইস্কুল মাঠে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বল্লী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সেলিম আক্তার মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. নুরুল ইসলাম।
বল্লী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আব্দুল গণি’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: নূরে আলম সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফরমের সংগাঠনিক সম্পাদক এ্যাড: আকবর আলী, সদর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আ: মজিদ, মো: লুৎফর রহমান, মো: রফিকুল ইসলাম, বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যেন এ্যাড:মহিতুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়নের নব নির্বাচিত ১নং ওয়ার্ডে সভাপতি মুহাম্মদ আলী, সেক্রেটারি ইয়ারুল ইসলাম,২নং ওয়ার্ডের সভাপতি আনারুল ইসলাম, সেক্রেটারি ইসলাম কবিরাজ,৩নং ওয়ার্ডের সভাপতি বাবলুর রহমান, সেক্রেটারি আব্দুল রশিদ, ৪নং ওয়ার্ডের সভাপতি মফিজুল ইসলাম, সেক্রেটারি আজহারুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি মফিজুল ইসলাম, সেক্রেটারি মশিউর রহমান লাভলু, ৬নং ওয়ার্ডের সভাপতি ৭নং ওয়ার্ডের সভাপতি ইশারাত হোসেন, সেক্রেটারি সুরমান আলী, ৮নং ওয়ার্ডের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সেক্রেটারি: মকবুল হোসেন, ৯নং ওয়ার্ডের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সেক্রেটারি মমিনুর রহমান। বল্লী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইনজামুল হক রনি, সাধারন সম্পাদক রাশেদ রেজা সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।