দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তরুণ্যের উৎসব২০২৫ উপলক্ষে পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য দ্বিতীয় বার্ষিকী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জানুয়ারি বুধবার বেলা ১১ টা থেকে সারাদিন ব্যাপি এই পিঠা উৎসবে অনুষ্ঠিত হয়। খেজুরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী ও অভিভাবক কমিটির সদস্যরা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
এই শীতের আমেজকে ধরে রাখার জন্য বিভিন্ন আইটেমের পিঠা তৈরি করে সাধারণ মানুষকে তাগ লাগিয়ে দিয়েছে অবিভাবকেরা। এই পিঠা তৈরি করার কারিগররা তারমধ্যে শিল্পী পারভিন ৭৫ টি, মোসলেমা খাতুন ৬৫ টি, মেহেরুন্নেসা ৬০ টি, রুপা পারভীন ৩৬টি, সুফিয়া খাতুন ২০টি আইটেমএর পিঠা তৈরি করে। আর এই বিভিন্ন আইটেমের পিঠা তৈরীর বিচারক মন্ডলের দায়িত্বে ছিলেন, শ্যামনগর উপজেলার এটিও মোহাম্মদ জহুরুল ইসলাম, সবাই মিলে শিখি একটি বেসরকারি সংস্থার উপজেলা প্রতিনিধি জিয়ারুল ইসলাম, কাকুলি বালা সরকার, ইসলামী ব্যাংকের পারুলিয়া শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, হাসিবুজ্জামান প্রমুখ।
সকল বিচারকদের সম্মতি ক্রমে ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ করা হয়, এই সময় স্কুলের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ হবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী,উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অভিভাবক কমিটির সভাপতি রুহুল আমিন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নবাব আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, খাজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেক মুছা। এই পিঠা উৎসবে ৭৫ টি আইটেম এর পিঠা তৈরি করে বিজয়ী হন শিল্পী পারভিন।