বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চলমান শীত মৌসুমে দূর্গত মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ইউনিট ভবনে প্রধান অতিথি হিসেবে দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে আলোচনা সাপেক্ষে সাতক্ষীরা সদরের ফিংড়ী, লাবসা, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়ন, সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ড এবং কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বিশেষ চাহিদা সম্পন্ন/প্রতিবন্ধী, বৃদ্ধ ও বিপদাপন্ন জনগোষ্ঠীদের বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগী বাছাই করে তালিকা প্রস্তুত করা ৪০০ জন দুর্গত মানুষের মাঝে এই শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, উপ-যুব প্রধান-০১ মীর মনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার মো. সাইদুর রহমান, ফাইন্যান্স অফিসার সালমান রশিদ, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাসেল রানা ও সাতক্ষীরা ইউনিটের অফিস সহকারি মো. কামরুল ইসলাম প্রমূখ। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত