তাসকিন আহমেদ, কুলিয়া প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এ্যাড: জাহাঙ্গীর কবির বাবুর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোসফিকুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রুহুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু।
এসময় আরো বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে গোলাম রসুল খোকন, রুহুল কুদ্দুছ খোকন, দেলোয়ার হোসেন বাবলু, আলহাজ্ব সালাউদ্দীন, তুহিন হোসেন ও শহিদুল ইসলাম। এসময় আহবায়ক সদস্য আবুল হাসেম,বাবলু শেখ, আমজাদ হোসেন, ডা: আমিনুর রহমান, সামছুর আলম,ওমর ফারুক মিষ্টি, রফিকুল ইসলাম, রওশন আলী, মোস্তফা মাহমুল্লাহ মুকুল, নুরনবী,মনিরুল ইসলাম, ইব্রাহিম কবির বাবু ও উজির আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।