দেবহাটা ব্যুরো : নলতা কেন্দ্রীয় মিশনের প্রতিষ্ঠাতা পীর কেবলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)এর, ৬১ তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে সাধারণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ২ টায় সখিপুর আহছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে সখিপুর আহসানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় মিশনের সাধারণ সদস্যদের নিয়ে সাধারণ পরামর্শ সভা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সখিপুর আহসানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনছার আলী গাজী, নূর মোহাম্মদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (বকুল), সহ-সম্পাদক আলহাজ্ব আঃ মজিদ, কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সমাজকল্যাণ আবুল হাসান, সাহিত্য সম্পাদক এস এম গোলাম কিবরিয়া সহ মিশনের দায়িত্ব থাকা বিভিন্ন কর্মকর্তা বৃন্দরা।