বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বুধহাটা করিম সুপার মার্কেটে ইসলামী ছাত্র শিবির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এড. শহিদুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর আঃ সালাম, যুব বিভাগের থানা সেক্রেটারী আজহারুল ইসলাম উপস্থিত থেকে বুধহাটা ৬ নং ওয়ার্ড কমিটি গঠন করেন। কমিটির সভাপতি হয়েছেন আল মামুন, সহ সভাপতি ইমরান হোসেন ও জসিম উদ্দীন, সেক্রেটারী উজ্জ্বল হোসেন, সহ সেক্রেটারী সাইফুল্লাহ বাবু ও আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মইনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, অফিস সম্পাদক ইয়াছিন এবং টিম সদস্য আল আমিন, ইয়াছিন আলী, সাইফুল ইসলাম ও ফারুক হোসেন।