কুলিয়া প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়ায় স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় “রাইট টু গ্রো” প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উক্ত বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল হক।
বিশেষ অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা। এসময় সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সুকুমার পাল, শিক্ষিকা মোসাম্মাৎ মহাসিনা খাতুন, সিএসও মিলন হোসেন, এল ই এ শহিদুল ইসলাম, সি পি বিজলী মৃধাসহ অত্র বিদ্যালয়ের সকল ছাত্রীরা উপস্থিত ছিলেন।