দেবহাটা ব্যুরো : দেবহাটার পারুলিয়া ব্লিস ইন্টারন্যাশনাল এ্যাকাডেমি তরুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার বেলা ১১টা থেকে সারাদিন ব্যাপি উক্ত পিঠা উৎসবের আয়োজন করেন পারুলিয়া ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
বিশেষ অতিথি দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। এসময় উপস্থিত ছিলেন কবির হোসাইন, প্রিন্সিপাল নাহিদ আল ফারুক,ভাইস প্রিন্সিপ্যাল এস কে মাহবুব ইলাহী, কো-ওয়ার্ডীনেটর মো: মাহফুজুর রহমান, প্রিস্কুল ইনচার্জ ফারিয়া সুলতানা, জান্নাতুন নেছা, সোনালি খাতুন, সাদিয়া, ইয়াসমিন, ফারজানা ইয়াসমিন, তানিয়া ইসলাম, রুমানা মারজিয়া, ইমতিয়াজ আহমেদ ও নাছিমা খাতুন প্রমুখ।