শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ (সদর) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার গাদুলিয়ায় মানব সেবায় আমরা প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে গুণীজনদের সমবর্ধনা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় গান্দুলিয়া চাউলের মিল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানব সেবায় আমরা প্রবাসী সংগঠনের সভাপতি করিমউল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুজা মণ্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, খুলনা বিশ্ববিদ্যালয় ফিশারিজ ডিসিপ্লিন এর প্রফেসর সিকদার সাইদুল ইসলাম, ডাক্তার আহাদুল, সাংবাদিক জিএম শামসুর রহমান, ব্যাংকার আব্দুল মাজেদ, ব্যবসায়ী মোহাম্মদ আজিম, আব্দুস সবুর, শিক্ষক আব্দুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বিকাশ দেবনাথের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহ ১৫ জন গুণী ব্যক্তি কে সম্মাননা স্মারক প্রদান। ৬০ জন অসহায় ব্যক্তিদেরকে কম্বল প্রদান এবং ২০ জনকে ফ্রি মেডিকেল চিকিৎসা দেওয়া হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টা ফ্রি এম্বুলেন্স সেবা প্রদান করা হবে। মানব সেবায় আমরা প্রবাসী সংস্থার মেধাবী শিক্ষার্থী গরিব অসহায় ব্যক্তিদের আত্মিক সহযোগিতা করা হবে। মানব সেবায় আমরা প্রবাসী এ সংগঠনের নয় জন তারা সকলেই বিদেশে থাকেন এই সংগঠনের মাধ্যমে এলাকার তরুণ যুবকরা কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তির উপস্থিত ছিলেন।