আবুল হাসান, পারুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন এর উদ্যোগে কম্বল বিতারন করা হয়েছে। পারুলিয়ায় ফেয়ার মিশন এর উদ্যোগে ১৮ জানুয়ারি সকাল ১১টায় কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুল চত্বরে উপস্থিত অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়। মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান আসাদ।
এছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ হযরত আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, জাতীয়তাবাদী দল দেবহাটা শাখার সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, ০২ পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেয়ার মিশন পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা আলমগীর হোসেন। পরিচালনায় ছিলেন ডাক্তার আমিনুর রহমান। ফেয়ার মিশন মানবতার উপকারের প্রতিদান হিসাবে ২০০১ সাল থেকে উপজেলায় জনসেবা দিয়ে যাচ্ছে ক্যাটারীং সদস্যদের মাধ্যমে। ৫০০ শত নারী-পুরুষের মাঝে কম্বল দেওয়া হয়। গরীব ও অসহায় মানুষেরা শীত বস্ত্র পেয়ে আনান্দ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।